এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে,আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৫ নভেম্বর ২০১৭ইং শনিবার সকাল ১০.০০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর ভাষণে আন্তর্জাতিক মহলে মানবতার ঝড় উঠেছে শীর্ষক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ’ মাওলানা আনোয়ার হোসেনের কুরআন থেকে তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়ে সংগঠনের মহানগর আহব্বায়ক আবুল কালামের সভপত্বিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শামছুল করিম লাভলুর সঞ্চালয়ান প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুললা মিয়া। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এম কে মোমিন, প্রধান আলোচক আন্তর্জাতিক আইনজীবি ড. সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আবদুর রশিদ, এন জি আকবর, সাংবাদিক দেলোয়ার হোসেন, ফরিদা ফারভিন সাথি, বিশিষ্ট সংবাদিক ও মানবাধিকার সংগঠক বাবু মিলন বড়–য়া, মোঃ  মুছা খান, বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারি, গাজী রোকন উদ্দিন, মিসেস মনোয়ারা বেগম, সরোয়ার হোসেন চৌধুরী, মোঃ হাসান মুরাদ, ব্যবসায়ী মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মুজিবুল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনে আন্তর্জাতিক মহলে মানবতার ঝড় উঠেছে এবং মুক্তিযুদ্ধে বিনিময়ে বাঙলীজাতি স্বধীনতা লাভ করেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী মায়ানমার-এর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় মাদার অব হিউম্যানিটি অর্জন করেছেন। যা বিশ্ববাসী কখনো ভুলবে না। বক্তারা সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ কবি জনাব এ কে এম মকছুদ আহমেদকে এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্ জাহানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল দিয়ে সারাদেশে শীতবস্ত্র বিতরন কর্মসুচীর উদ্ভোধন করা হয়। প্রেস বিজ্ঞপি

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031