॥ মুহাম্মদ জুবাইর টেকনাফ ॥ কক্সবাজারের দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে টেকনাফ পৌরসভার বাসষ্টেশন চত্বরে কক্সবাজার সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে দৈনিক বাকঁখালীর নিজস্ব প্রতিবেদক আবদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সমুদ্র বার্তা বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সংবাদ ও দৈনিক সৈকতের প্রতিনিধি নুরুল হক, যুগান্তর ও মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেল।
এসময় সাংবাদিক আবদুল্লাহ মনির, মমতাজুল ইসলাম মনু, জেড করিম করিম জিয়া, হুমায়ুন রশিদ, জসিম উদ্দিন টিপু, মো. ছালা উদ্দিন, আবদুস সালাম, আবুল আলী, আমান উল্লাহ আমান, নুরুল হাকিম, জিয়াবুল হক, মো জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, মো. শাহীন, সাবদ্দাম হোসেন, মো. রফিক, নুরুল হোসাইন, এম আমান উল্লাহ আমান, আকতার হোসেন হিরু, রাসেদ মাহমুদ রাসেল, ফরিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে আবু ছিদ্দিক মার্কেটে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ জানিয়ে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন- প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিটিমহ তূণমূল পর্যায়ের সাংবাদিকরা। এতে উজেলার কর্মরত সাংবাদিক ছাড়াও, রাজনীতিবিদ, সামাজিক বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রমুলকভাবে একটি মিথ্যা মামলায় মুক্তিযুদ্ধের চেতনাধারী সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। তাই অবিলম্বে দৈনিক বাকঁখালীর সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। যে দেশে গনমাধ্যমের স্বাধীন নেই, সেই দেশ কখনো স্বাধীন দেশ হতে পারে না বলে এবং তাকে মুক্তি না দিলে নচেৎ সর্বস্তরের সাংবাদিক-জনতা একত্রে হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
