কাজেম আলী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন সম্পন্ন

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদমুক্ত ক্যাম্পাস এবং মেধাবান সুনাগরিক গড়ার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে গতকাল (শনিবার) কাজেম আলী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ সানজিদা মোখতারের সার্বিক ব্যবস্থাপনায় নবাগত সাতশত ছাত্র-ছাত্রী নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, অতিথি ছিলেন দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুইয়া, প্রভাষক আকতার হোসেন, ধর্মীয় শিক্ষক সৈয়দ মোহাম্মদ মুছা, প্রভাষক লুৎফুনেছা সিকদার, ক্রীড়া শিক্ষক আবদুল হান্নান, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ভাল ফলাফল করা এবং সত্যিকার ভাল মানুষ হতে চাইলে অবশ্যই অধ্যয়ন এবং অধ্যবসায় প্রয়োজন। ক্লাশের লেখাপড়ায় মনোনিবেশ এবং শিক্ষকদের নির্দেশনা মানলে উচ্চ শিক্ষার পথ সুগম হবে। এ সময় প্রধান অতিথি সকল শিক্ষার্থীকে জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উভয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়ে আগামী দু’বছর তাদের কলেজ জীবন কীভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা দেন। ওরিয়েন্টেশন শেষে প্রভাষিকা কৃষ্ণা দত্তের তত্ত্বাবধানে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া প্রভাষক ওসমান তালুকদার পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিক্ষক/শিক্ষিকা ও প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31