কুমিল্লায় বাস খালে পড়ে নিহত ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটির অন্তত ২৫ যাত্রী।

শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে একটি বাস কুমিল্লা যাচ্ছিল। দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় অন্তত ২৫ জন।

খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031