॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ খাগড়াছড়ির মাদকসম্রাট সাইফুল ইসলাম ওরফে ইয়াবা জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ি সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের সার্কিট হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়ার ও ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। ইয়াবা জুয়েলকে গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, অভিযানের সময় মাদক সম্রাট জুয়েলের সাথে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। জুয়েলকে আটক করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ৩১ জুলাই জুয়েলকে আটক করা হয়েছিল। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। জুয়েলের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি থানায় মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
