খাগড়াছড়িতে এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো প্রশিক্ষণের উদ্বোধন

খাগড়াছড়িতে এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো প্রশিক্ষণের উদ্বোধন

॥ আবু তৈয়ব, লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥  বাংলাদেশ পুলিশে প্রথম কমান্ডো কোর্সের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক। শনিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে আগত সাংবাদিকদের পুলিশ মহাপরিদর্শক বলেন, বৈশ্বিক সন্ত্রাসী ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে কাজ করছেন বর্তমান সরকার। ২০১৩ সালে পুলিশের ওপর তথাকথিত আন্দোলনের নামে যেভাবে হামলা চালানো হয়েছিল এবং সন্ত্রাসী ও জঙ্গিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ কর্মকা- পরিচালনা করছে তাদের মোকাবেলা করতে সরকার পুলিশসহ সব বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে তৈরী করছে। জঙ্গিবাদ ও মাদকের ব্যাপারে সরকার জিরো ট্রলারেন্স। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবিতে যেসকল কর্মকর্তারা কমান্ডো প্রশিক্ষণে অভিজ্ঞ তাদের সহায়তা চেয়ে আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশের ৪০জন সদস্য ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে। তারা প্রথম কোর্সে বিভিন্ন পদবীর ৪৪ জনকে প্রশিক্ষণ দিবেন। তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট যাঁরা কমান্ডো প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত তাদের সহযোগীতা কামনা করছি।  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নিজের ও জনগণের জীবন রক্ষা করে, কমান্ডোরা শত্রু পক্ষকে ধ্বংস করবে। এই মূলমন্ত্র আপনাদের গ্রহণ করতে হবে। কমান্ডোরা সফল হলে অন্যান্য পুলিশ সদস্যরা কর্মস্পৃহে পাবে। প্রথম কোর্সের পরে পর্যায়ক্রমে সব ক’টি রেঞ্জে কমান্ডো প্রশিক্ষণ করানো হবে বলে জানান আইজিপি।  এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের অধিনায়ক আওরঙজেব মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টারের ট্রেনিং এন্ড স্পোর্টস বিভাগের অতিরিক্ত ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী, খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আমিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি নুরুল আজমসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031