পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতকে বিশ্বব্যাপী পরিচিতির লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত রাঙ্গামটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত বাংলার দার্জিলিং খ্যাত সাজেক হতে বান্দরবানের থানচি পর্যস্ত “ট্যুর দি সিএইচটি প্রতিযোগিতা” নামে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ট্যুর দি সিএইচটি-তে সফলভাবে খাগড়াছড়ি জেলার পক্ষে অংশগ্রহণ করার জন্য পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী কর্তৃক ২(দুই)টি ২৬ইঞ্চি বেলুচ আউটরেইজ ৬০৩ মডেলের বাই সাইকেল খাগড়াছড়ি সদরের রুইখই চৌধুরী পাড়ার জয়সেন এবং কল্যানপুর গ্রামের অন্তু নাগ-কে গত ২২ ডিসেম্বর সকালে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
উক্ত বাই সাইকেল প্রদান অনুষ্ঠানে এ সময় পার্বত্য জেলা পরিষদের সন্মানিত সদস্য তথা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা, সতীশ চাকমা, প্রদীপ চৌধুরী, চিংলামং চৌধুরী ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
