খাগড়াছড়িতে মুজিববষের্র অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের ঠিকানা’ পেয়েছে সদর উপজেলার ৩৫ টি পরিবার

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিববষের্র এমন অঙ্গীকার পূরণে ‘স্বপ্নের ঠিকানা’ পেয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা ৩৫ টি পরিবার।
গতকাল শনিবার সাকালে খাগড়াছড়ি সদর উপজেলা হলরুমে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সমগ্র বাংলাদেশে একযোগে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধনের পর খাগড়াছড়ি সদরে ৯৬ টি ঘরের মধ্যে প্রথম দফায় ৩৫ টি উপকারভোগী পরিবাররে মাঝে ঘরগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রধামন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রনালয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আশ্রয়ন প্রকল্পে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই মিলেছে পাঁকা ঘরে। প্রতিটি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত করে ঐ জমির ওপর তৈরি করা প্রতিটি ঘর। প্রতিটি ঘরে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ অন্যান্য সুবিধা রয়েছে ।
এসময় প্রধান অতিথি বলেন- সরকারে এই যুগান্তকারি প্রদক্ষেপের জন্য সাধারণ ভূমিহীন মানুষ এগিয়ে যাবে সমান তালে এ পত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো.আবদুল আজিজ, অেতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইস মোমেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনসহ উপকারভোগী পরিবার।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31