ঘূর্ণিঝড় চলাকালে সিটি মেয়র সরেজমিনে পরিদর্শন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, হালিশহর, কাট্টলী, বাকলিয়া, ফিরিঙ্গীবাজার, পাথর ঘাটা, বক্সিরহাট সহ উপকূলীয় এলাকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পতেঙ্গার ঘূর্ণিঝড়ের আঘাতে নেভাল একাডেমী এলাকার এয়ারপোর্ট রোড, সী-বীচ সহ উপকূলীয় এলাকার বেড়ীবাধ, প্রতিরোধ দেয়াল, দোকানপাট, রাস্তাঘাট, ঘরবাড়ী ও সহায় সম্পদ, গাছ বিনষ্ট হয়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার নাগরিকদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ নেভাল এ্যভিনিউ এলাকা, এয়ারপোর্ট, এয়ারপোর্ট রোড, দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া, ডুবিয়া পাড়া, ১৪ নং, ১৫ নং নজির পাড়া, চর পাড়া ফুলছড়ি পাড়া, উত্তর পতেঙ্গা ওয়ার্ডের মুসলিমাবাদ,হোসেন আহমদ পাড়া, দক্ষিণ হালিশহরের নতুন ও পুরাতন সাইট পাড়া পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ , উত্তর ও দক্ষিণ কাট্টলী, বক্সীরহাট, চাক্তাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, জলিল নগর, পাথরঘাটা, ফিরিঙ্গী বাজার এলাকা সহ উপকূলীয় এলাকায় ২১ মে ২০১৬ খ্রি. শনিবার সিটি মেয়র দুপুর ১২.৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করে সমবেদনা জানান। মেয়র পরিদর্শনকালে নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। এছাড়াও তিনি দ্রুত ক্ষতিগ্রস্থ সড়কের উপরে পড়ে থাকা গাছ-গাছড়া ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত সরিয়ে নেয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্ধার কাজে নিয়োজিতদের নির্দেশ দেন এবং রোয়ানু’র কারনে পানিতে প্লাবিত এলাকাবাসীরদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। জনাব আ জ ম নাছির উদ্দীন রোয়ানু’র আঘাতে নিহতদের প্রতি শোক এবং আহত ও ক্ষতিগ্রস্থ জনগনের প্রতি সমবেদনা জানান। তিনি প্রাকৃতিক দূর্যোগে ধৈর্য্য ধরে মোকাবেলার পরামর্শ দেন। মেয়র এ দূর্যোগকালিন সময়ে দায়িত্বরত ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট, যুব রেডক্রিসেন্ট সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিটি মেয়রের সাথে ৪১,৪০, ৩৯,৩৮,৩৭,৩৬,৩৫,৩৪,৩৩,২৭,১৭,১৮,১৯,১০ ও ১১ নং ওয়ার্ড সমূহের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমহের সভাপতি ও সাধারন সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, পরিচ্ছন্ন কর্মকর্তা, বিদ্যুৎ এর তত্বাবধায়ক প্রকৌশলী, যান্ত্রিক ও বিদ্যুৎ এর সহকারী ও উপসহকারী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31