চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম: বান্দরবান থকেে খাগড়াছড়তিে অস্ত্র নওেয়ার পথে নগররে বায়জেদি থানাধীন বালুচড়া এলাকা থকেে দুই ইউপডিএিফ গণতান্ত্রকি র্কমীকে গ্রফেতার করছেে পুলশি।
তাদরে কাছ থকেে চারটি বদিশেি অস্ত্র, চারটি ম্যাগাজনি ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ছে।ে এসব অস্ত্র খাগড়াছড়তিে ইউপডিএিফ গণতান্ত্রকিরে সভাপতি শ্যামল কান্তি চাকমা প্রকাশ জলয়ো চাকমা তুরুর জন্য নয়িে যাওয়া হচ্ছলি বলে জানয়িছেে পুলশি।
গ্রফেতার দুই ইউপডিএিফ গণতান্ত্রকি র্কমী হলো- রাঙামাটি জলোর বাঘাইছড়ি মারশ্যিা তুলাবান এলাকার আনন্দ তালুকদাররে ছলেে প্রকাশ তালুকদার (২৯) ও বলিাইছড়রি গবাইছড়ি এলাকার বুদ্ধধিন চাকমার ছলেে জনপ্রয়ি চাকমা প্রকাশ প্রয়ি চাকমা (৩০)।
মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে নগররে বালুচড়া চকেপোস্ট এলাকা থকেে তাদরে গ্রফেতার করে বায়জেদি থানা পুলশি।
মঙ্গলবার দুপুরে গ্রফেতার দুইজনরে বরিুদ্ধে অস্ত্র আইনে বায়জেদি থানায় মামলা দায়রে করনে উপ-পরর্দিশক (এসআই) গোলাম মোহাম্মদ নাসমি।
চট্টগ্রাম মট্রেোপলটিন পুলশিরে উপ-কমশিনার (উত্তর) বজিয় বসাক বাংলানউিজকে বলনে, বালুচড়া চকেপোস্ট থকেে অস্ত্র ও গুলসিহ দুইজনকে গ্রফেতার করা হয়ছে।ে তাদরে কাছ থকেে চারটি বদিশেি অস্ত্র, চারটি ম্যাগাজনি ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ছে।ে
পুলশি সূত্র জানায়, প্রাথমকি জজ্ঞিাসাবাদে জানা গছেে এসব অস্ত্র খাগড়াছড়তিে ইউপডিএিফ গণতান্ত্রকিরে নতো তুরুর জন্য নয়িে যাওয়া হচ্ছলি। বান্দরবান থকেে রুনলে নামে এক ব্যক্তি এসব অস্ত্র এনে হাটহাজারীতে প্রয়ি চাকমাকে হস্তাস্তর করনে। প্রয়ি চাকমা প্রকাশ তালুকদারসহ এসব অস্ত্র নয়িে বায়জেদিে রাত্রযিাপনরে জন্য যাচ্ছলিনে। পথে চকেপোস্টে তারা ধরা পড়নে।
জানা যায়, ২০১৮ সালরে ৪ মে নানয়িারচর উপজলো চয়োরম্যান শক্তমিান চাকমার শষেকৃত্যে যাওয়ার পথে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি কন্দ্রেকি ইউপডিএিফ গণতান্ত্রকিরে কন্দ্রেীয় সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ র্বমাসহ পাঁচজন সন্ত্রাসীদরে ব্রাশফায়ারে নহিত হন।
ইউপডিএিফ গণতান্ত্রকিরে কন্দ্রেীয় সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ র্বমা খুন হওয়ার পর থকেে সশস্ত্র সংগঠনটরি দায়ত্বিে রয়ছেনে শ্যামল কান্তি চাকমা প্রকাশ জলয়ো চাকমা তুরু।
