॥ চট্টগ্রাম ব্যুারো ॥ চট্টগ্রাম ডিসি হিল বিনোদন পার্ক মাঠে শুরু থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে অনুষ্ঠান প্রক্রিয়া চলে আসলেও বর্তমানে এক শ্রেণীর যুবক সকাল থেকে মাঠটি দখল করে তাতে বিভিন্ন রকমের খেলার আয়োজন করে থাকে। সরেজমিনে গতকাল রোববার ঘটনা¯’লে উপ¯ি’ত থেকে দেখা যায় যে, ¯’ানীয় বেশ কিছু যুবক উক্ত মাঠে কেউ খেলছে ফুটবল, কেউ বা ডাংগা গুলি, আবার কেউ বা ক্রিকেট খেলায় ব্যস্ত ছিল। ¯’ানীয় দর্শনার্থীদের অভিযোগ খেলারত অব¯’ায় যুবকরা কোন প্রকার নিয়ম শৃঙ্খলা না মেনে উক্ত বিনোদন মাঠটি দখল করে ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলা শুরু করলে এ সময় ক্রিকেটারদের দ্রুতগতি সম্পন্ন বল গিয়ে মাঠে উপ¯ি’ত দর্শনার্থীদের গায়ে গিয়ে বল স্বজোরে পড়লে এতে ৩ মহিলা গুরুত্বর আহত হয়। এ সময় মাঠে উপ¯ি’ত সচেতন মহল যুবকদের বাঁধা দিতে গেলে খেলারত অব¯’ায় যুবকরা লাঠি সোটা ব্যাট নিয়ে দর্শনার্থী ও বিনোদন পার্কে ঘুরতে আসা লোকজনের উপর চড়াও হয়। উল্লেখ্য যে, ¯’ানীয় অভিযোগ এ বিষয়টি চট্টগ্রাম জেলা প্রসাশক মহোদয় নজর দিলে অতিশয় উক্ত মাঠে ক্রিকেট সহ বিভিন্ন অপ্রীতিকর খেলাধুলা বন্ধ করা সম্ভব। অন্যথায় এ ধরনের ঘটনায় যে কোন সময় আরো বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় ¯’ানীয় প্রত্যেক্ষদর্শী জানায় খেলার মধ্যে যুবকরা বাঁজি (জুয়া) ধরে এক পর্যায়ে বাজির টাকা নিয়ে উভয়ের মধ্যে অনেক সময় বাকবিতন্ডা ও ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়। এমনকি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে একে অপরের মধ্যে বিভিন্ন প্রকার বাজি ধরাকে নিয়েও বিবাদের সৃষ্টি হয়। অভিজ্ঞ মহলের ধারনা এদের মধ্যে প্রায়ই সংখ্যক স্কুলÑকলেজ, বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী। ¯’ানীয়রা জানান এভাবে চলতে থাকলে যুব সমাজ অতিশ্রীঘ্রই হুমকি ও ধ্বংসের সম্মূখিন হতে পারে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জরুরী বলে মনে করেন।
