চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ উদ্ধার, ০২ আসামী গ্রেফতার
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক/মোঃ এনামুল হক, পুলিশ পরিদর্শক/ মোঃ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক/রনোজিত রায়, পুলিশ পরিদর্শক/মোঃ আব্দুর রহিম, এসআই/মাকসুদ আহাম্মদ, এসআই/মোঃ আব্দুল মোনাফ, এসআই/মোস্তাক আহামদ, এএসআই/মোঃ শোয়েব হোসেন, এএসআই/মোঃ মনির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১) সরওয়ার জামাল লিমু(৩৬),পিতা-মফজল আহমদ,সাং-ইয়াছিন নগর(মহিউদ্দিন শাহ ফকিরের বাড়ী),থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ সুমন(২২), পিতা-মৃত আঃ মান্নান, সাং- দৃর্গাপুর সিকদার বাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে এফ আই ডিসি কলোনী মঞ্জুর ভাড়া ঘর, কালুরঘাট, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথার দক্ষিণে, কালুরঘাট কান্ট্রি স্প্রীটসপ সংলগ্ন পূর্ব পার্শ্বের সেমিপাকা ঘরের ভিতর থেকে ৫০০(পাঁচশত) লিটার চোলাই মদ’সহ ধৃত করেন। চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথার দক্ষিণে, কালুরঘাট কান্ট্রি স্প্রীটসপ সংলগ্ন পূর্ব পার্শ্বের এস্কান্দার এর দখলীয় সেমিপাকা ঘরের ভিতর দুইজন লোককে এদিক ওদিক পালানোর চেষ্টাকালে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং তাদের হেফাজত থেকে ০৫ পাঁচ বস্তায় ভর্তি ৫০০(পাঁচশত)টি প্লাস্টিকের বোতল ভর্র্তি চোলাই মদ, যার প্রতিটি বোতলে ০১(এক) লিটার করে সর্বমোট ৫০০(পাঁচশত) লিটার দেশীয় চোলাই মদ যার মূল্য অনুমান (৫০০´৪০০)=২,০০০০০/-(দুই লক্ষ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদেরকে উক্ত চোলাই মদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে, তারা বৈধ কোন কাগজপত্র দেখাইতে পারে নাই বরং আরো জানান যে, উক্ত অবৈধ ব্যবসাটি কয়েকদিন যাবৎ পলাতক আসামী এস্কান্দার(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-এফআইডিসি রোড,এফআইডিসি গেইট সংলগ্ন জীনের বাড়ী,থানা-চান্দগাঁও,জেলা-চট্টগ্রাম এর দখলীয় ঘরে এবং অপরাপর পলাতক আসামী সাইফুল(৩৮),পিতা-অজ্ঞাত, সাং-এফআইডিসি রোড,এফআইডিসি গেইট সংলগ্ন জীনের বাড়ী,থানা-চান্দগাঁও,জেলা-চট্টগ্রামদ্বয় এর নেতৃত্বে অবৈধভাবে তারা মাদক ব্যবসা করে আসছে। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পার্বত্য জেলা হইতে মাদকদ্রব্য আনিয়া চট্টগ্রাম শহরে বিক্রয় করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।