চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে : কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

চট্টগ্রাম ব্যুরো    ::  চসিক নির্বাচন: কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে ৩৯টি ওয়ার্ডের মধ্যে সবকটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১৯টিতে জয়ী হয়েছেন নতুনরা। বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বর থেকে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেন। ৪০টি ওয়ার্ডের কাউন্সিলরের তালিকা ১নং ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২নং ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু (বিদ্রোহী), ৩নং ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম (বিদ্রোহী), ৪নং ওয়ার্ডে এসরারুল হক (বিদ্রোহী), ৫নং ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬নং ওয়ার্ডে আশরাফুল আলম, ৭নং ওয়ার্ডে মোবারক আলী, ৮নং ওয়ার্ডে মোরশেদ আলম, ৯নং ওয়ার্ডে জহিরুল আলম জসীম, ১০নং ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২নং ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩নং ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪নং ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬নং ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৯নং ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০নং ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১নং ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩নং ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪নং ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫নং ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭নং ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮নং ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০নং ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২নং ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩নং ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব (বিদ্রোহী), ৩৪নং ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫নং ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬নং ওয়ার্ডে মো. মোরশেদ আলী, ৩৭নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯নং ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০নং ওয়ার্ডে আব্দুল বারেক ও ৪১নং ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী। সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ফেরদৌস বেগম মুন্নি, জোবাইরা নার্গিস ১৬২৪৬/রোকেয়া ১০৭৮৯, জেসমিন পারভীন জেসি, তছলিমা বেগম, আঞ্জুমান আরা, শাহীন আক্তার চৌধুরী, রুমকি সেনগুপ্ত, নীলু নাগ, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম, ফেরদৌসী আকবর, আফরোজা বেগম ও লুৎফুন্নেছা দোভাষ বেবী। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ। অপরদিকে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

 

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031