চাঁন্দগাঁওয়ে মির্জা খালের উপর দোতালা ভবন
নগরীর চাঁন্দগাঁও থানার পশ্চিম ফরিদা পাড়া এলাকায় মির্জা খালের উপর অবৈধভাবে দোতালা ভবন নির্মানের অভিযোগ উঠেছে। খাল দখল করে পাকা ভবন নির্মিত হওয়ায় বর্ষায় পানি নিষ্কাষন বন্ধ হয়ে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায় চাঁন্দগাঁও ৪ নং ওয়ার্ডের মির্জাখাল দখল করে রীতিমত খালের উপর দোতালা পাকা ভবন নির্মান করেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোন অনুমোদন ছাড়া এই ভবনটি নির্মিত হওয়ায় মির্জাখালের পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে এলাকায় বর্ষার পানিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।