নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ বাঁচাতে শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ।
৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে কিউইরা।
এরআগে ইনিংসের প্রথম বলেই লুক রনকিকে ফিরিয়ে দেন মাশরাফি। অফ স্টাম্পের বাইরের বলে মোসাদ্দেকের হাতে সহজ ক্যাচ তুলে ফিরে যান এ কিউই ব্যাটসম্যান।
এছাড়া ১২ রানে কেন উইলিয়ামসকে ফিরিয়ে দিয়েছেন সাকিব এবং ব্যক্তিগত ৪ রানে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফিরে যান অ্যান্ডারসন।
তবে মাত্র ৩০ বলে ৪৯ রান নিয়ে বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠা কলিন মুনরো এখনও ক্রিজে রয়েছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ১২ বলে ১৫ রান করা টম ব্রুস।
এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারী বাংলাদেশ দল। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যকার টেস্ট লড়াই।