টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপির দায়িত্ব গ্রহন

॥ লিটন ভট্টাচার্য্য রানা ॥ ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স-এর চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহন করেন।খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত টাস্কফোর্সের অফিসে তিনি যোগদান করেন। এসময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এছাড়া বিভিন্ন সামাজিক,সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফুল দিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানান।
এর আগে গত ১০ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১)  রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। একই সাথে যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।
উল্লেখ্য, কুজেন্দ্র লাল ত্রিপুরা দশম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত হন। বিগত ২০০৯ সালে যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ফের দ্বিতীয় দফায় টাস্কফোর্স’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031