টেকনাফে ১৮৬ কোটি ১২ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

টেকনাফে ১৮৬ কোটি ১২ লক্ষ ৩৮ হাজার টাকার মাদক বিনষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকের মধ্যে ৬১ লাখ ৪৪ হাজার ১২২ পিস ইয়াবাসহ বিয়ার, মদ, ফেনসিডিল ও গাঁজা রয়েছে।
এ উপলক্ষে ১০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় টেকনাফস্থ ২-বিজিবি ব্যাটালিয়ন চত্বরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্র্রাম রিজিয়ন কমান্ডার ব্রিঃ জেঃ মোহাম্মদ আল-মাসুম।
তিনি বলেন, মাদক দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রতিটি পরিবারকে মাদক মুক্ত রাখতে জনসচেনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা জরুরী। সন্তান মাদকাসক্ত হওয়ার পূর্বেই মাদক গ্রহন ও বিক্রি রোধ করতে হবে। এসব মাদক বাণিজ্য, পাচার ও সেবনরোধে বিজিবি জওয়ানদের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে এসে জনগনকে মাদকের কূফল সম্পর্কে অবহিত করে সচেতনতা সৃষ্টি করতে হবে।
পরে বিজিবি জওয়ানদের কর্তৃক ১৪ অক্টোবর হতে ৫ এপ্রিল পর্যন্ত আটক ও উদ্ধারকৃত ১’শত ৮৬ কোটি  ১২ লাখ ৩৮ হাজার পঞ্চাশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। তম্মধ্যে ১’শত ৮৪ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকার ৬১ লাখ ৪৪ হাজার ১২২ পিস ইয়াবা, মিয়ানমারের আন্দামান গোল্ড বিয়ার ১৭ হাজার ৭৭৯ ক্যান, ডায়াব্লো বিয়ার ১,৬০০ ক্যান, চেইঞ্চ বিয়ার ৯৬ ক্যান, ম্যান্ডেলা রাম মদ ৬২৬ বোতল,  কান্ট্রি ড্রাইজিং মদ ৪০৭ বোতল, মায়ানমার মদ ৬৯ বোতল, গ্যান্ড মাষ্টার মদ ৩১ বোতল, ১২ বোতল গ্যান্ড রয়েল মদ, ১ বোতল ব্লাক লেভেন, ২৪৫ বোতল ফেন্সিডিল, ১৩১৯ লিটার বাংলা ছোলাই মদ, ৬৪ কেজি গাঁজা, ৫৩ হাজার ৪৮০ প্যাকেট মায়ানমারের সিগারেট রয়েছে।
এর আগে ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আবু জার আল জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক দ্রব্য বিনষ্ঠকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছৈয়দ হোছন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈনউদ্দিন খাঁন, কোস্টগার্ডটেকনাফ স্টেশন কমান্ডার তাসকিন রেজা, স্থানীয় গন্যমান্য ব্যত্তিবর্গ, ইলেক্ট্রনিকও প্রিন্টমিডিয়ার সংবাদকর্মী।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031