॥ কক্সবাজার সংবাদদাতা ॥ কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৭টি পরিবারের দেড় শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়াসহ আরো কয়েকটি পয়েন্ট দিয়ে দেড় শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু ঢুকেছে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন দেড় শতাধিক রোহিঙ্গা ঢুকেছে জানিয়ে বলেন, তাদের মানবিক সহায়তা পূর্বক নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া গতকালও শাহপরীরদ্বীপের ঘোলাচর পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৫৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে কোস্টগার্ড সদস্যরা আটক করে। পরে তাঁদের সাবরাং সেনা বাহিনীর ত্রাণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেনে ছিদ্দিক। এদিকে রোহিঙ্গা ইস্যুর কারণে সেন্টমার্টিনেও পর্যটক তুলনামূলক কমে এসেছে বলে জানা গেছে।
