একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরো ৬১ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণকালে নেতাকর্মীরা এসব ফরম সংগ্রহ করেন। এ নিয়ে গত তিনদিনে চট্টগ্রাম জেলার ২০৩ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন। তৃতীয় দিনে চট্টগ্রামে ২০৩টি ও কক্সবাজার জেলায় ৭৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত তিনদিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নয়জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ২১ জন, চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে ১৩ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে ১৪ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১১ জন, চট্টগ্রাম-৬ (রাউজানে) তিনজন,চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিনজন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১৬জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ২৫ জন, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে ১২ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৫ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নয়জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) তিনজন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ২৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১৭ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নতুন করে মনোনয়ন ফরম নিয়েছেন এমন সম্ভাব্য প্রার্থীরা হলেন-চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে সারওয়ার হাসান জামীল, মানিক মিয়া তালুকদার, জেলা পরিষদ সদস্য আফতাব খান, হেদায়তুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ ও সেলিম উদ্দিন হায়দার। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আখতার উদ্দিন মাহমুদ, তৌহিদ মু. ফয়সাল কামাল, সাদাত আনোয়ার সাদী, হেলাল মোহাম্মদ নূরী, মোহাং জানে আলম, সৈয়দ রিফাত আকতার, আশীষ কান্তি দে, শাহ আলম সিকদার ও মাহবুবুল আলম।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রাশেদ, মো. মোস্তফা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমান।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মোহাম্মদ আমান উল্লাহ জাহাঙ্গীর, মো. মঈনুল ইসলাম মামুন, মোহাম্মদ শহিদুল ইসলাম মিন্টু ও মুহাম্মদ ইদ্রিছ।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়েশা খান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এড. মোহাম্মদ গোলাম মোস্তফা, মামুন উল হক চৌধুরী, রীতা সেন, মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ও নাছির উদ্দিন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাশন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এম এনামুল হক চৌধুরী, কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, আসাদুজ্জামান, কাউন্সিলর জিয়াউল হক সুমন, কাজী মাহবুবুল হক চৌধুরী ও মো. মাহবুবুর রহমান।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ রাশেদুল আলম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ, আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মুহাম্মদ শাহাজাহান চৌধুরী, যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজমা আক্তার, নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দীন, সাবেক কাউন্সিলর এমএ নাসের ও নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এটিএম আলী রিয়াজ খান, আবদুল নবী, সেলিনা খান, কফিল উদ্দিন খান, মো. এমরান, বেবী বড়–য়া।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. আবুল হোসেন মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে মামুন উল হক চৌধুরী।
চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে আবুল কালাম আজাদ চৌধুরী ও কাউন্সিলর আবিদা আজাদ।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, ব্যবসায়ী জাফর আহমদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।
চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণে নিয়োজিত ও আওয়ামী লীগের নির্বাচনী উপ-কমিটি সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বদেশকে বলেন, ‘তৃতীয় দিনেও প্রার্থীদের উপচেপড়া ভিড় ছিল। এরপরেও ধৈর্য সহকারে সকল প্রার্থী নিজে অথবা কর্মী সমর্থকদের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন। তৃতীয় দিনে ফরম নেয়ার পাশাপাশি অনেকেই জমা দিয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ২০৩টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।’
নৌকা প্রতীকে
ভোট করবে
১১টি দল
আওয়ামী লীগসহ ১১টি দল নৌকা প্রতীকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে চায়। নৌকা প্রতীকে যেসব দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) সেই তালিকা রবিবার জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে
ষ পৃষ্ঠা ১১, কলাম ৫
ষ প্রথম পৃষ্ঠার পর
এ তালিকা জমা দেন। নির্বাচন কমিশনে দেওয়া ওই চিঠিতে যেসব দলের নাম রয়েছে সেই দলগুলো হলো-আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদ (রেজা)।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একাধিক দল এরই মধ্যে নির্বাচন কমিশনে আলাদা চিঠি দিয়ে নৌকা ও তাদের দলীয় প্রতীকে ভোট করতে কমিশনকে চিঠি দিয়েছে। নিবন্ধনহীন বাংলাদেশ জাসদও নৌকা প্রতীকে ভোট করতে চেয়ে এ ধরনের একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে।
