হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পায় ৪ উইকেটে। মাত্র এক বল বাকি থাকতে তারা জয় তুলে নেয়। এর ফলে ৫ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০-এ।
বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা কমিয়ে করা হয়েছিল ৩৪ ওভারে। এ সময় নিউজিল্যান্ড করেছিল ৭ উইকেটে ২০৭ রান।
ককের ৬৯ রানের দুর্ধর্ষ ইনিংসের ফলে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা সহজেই জয় পেয়ে যাবে। কিন্তু কিউইরা ঘুরে দাঁড়ায়। একপর্যায়ে ১৫৬ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এবি ডি ভিলিয়ার্স এবং এ এল ফেহুওয়া হাল ধরে দলকে জয়ে নিয়ে যান। ভিলিয়াস ৩৭ রান করে অপরাজিত থাকেন।
