॥ সোহেল রানা, দীঘিনালা ॥ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা মিলনায়তনে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী সদ্যদের এই শপথ বাক্য পাঠ করান। অপর দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথপত্র পাঠ করান জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জা মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা। এছাড়াও এসময় ৩ টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মেয়াদ পূর্তির শর্তে ২৩ এপ্রিল ৩টি ইউনিয়নে (১নং মেরুং, ২নং বোয়ালখালী, ৩ নং কবাখালী) এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ জন ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত আসন সহ ৩৬ জন ইউপি সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার তাদের এই শপথপত্র পাঠ করানো হল।
