॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ, চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণের প্রয়াত সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদের স্থলাভিষিক্ত হলেন তাঁর সহধর্মিণী মনজু রানী গুর্খা। বুধবার (২৬ মার্চ) সকালে রাঙ্গামাটির জেল রোডে অবস্থিত দৈনিক গিরিদর্পণের কার্যালয়ে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে তিনি সম্পাদক-প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি মরহুম এ কে এম মকছুদ আহমেদের প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ করেন এবং পরে সম্পাদকের চেয়ারে আসীন হন। এসময় দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্য রাঙ্গামাটি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক গিরিদর্পণের স্টাফ রিপোর্টার ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সদস্য মিল্টন বাহাদুর, প্রেস ক্লাবের সদস্য ইয়াছিন রানা সোহেল, উচিংছা রাখাইন, সাংবাদিক ফোরামের সদস্য ইমতিয়াজ কামাল ইমন, পংকজ বাহাদুর, শিশির দাশ বাবলা, লিটন শীল, দিলীপ কুমার দাশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দৈনিক গিরিদর্পণের কার্যালয়ে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন সম্পাদক-প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করে মনজু রানী গুর্খা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের পদে যে তাকে দায়িত্ব নিতে হবে তা তিনি কখনোই কল্পনাও করেননি। এমন কঠিন ও গুরু দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। দৈনিক গিরিদর্পণের প্রয়াত সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের নীতি আর্দশকে সমুন্নত রেখে দৈনিক গিরিদর্পণ পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গিরিদর্পণ পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। তিনি পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মৃতি সংরক্ষনে তাঁর নামে একটি স্মৃতি যাদুঘর ও পাঠাগার স্থাপনের কথা উল্লেখ করেন। এসময় উপস্থিত সকলে তার প্রস্তাবে একমত পোষন করেন এবং কাজ শুরু করার অনুরোধ জানান।
পরে দৈনিক গিরিদর্পণের নতুন প্রকাশক ও সম্পাদক মনজু রানী গুর্খার সভাপতিত্বে চারণ সাংবাদিক মরহুম একে এম মকছুদ আহমেদ স্মৃতি যাদুঘর ও পাঠাগার স্থাপনের লক্ষ্যে অপর এক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসন্মতিক্রমে গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশক মনজু রানী গুর্খাকে সভাপতি ও গিরিদর্পণ পরিবারে সদস্য সাংবাদিক ইয়াছিন রানা সোহেলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভায় এই কমিটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মরহুম এ কে এম মকছুদ আহমেদের কর্মময় জীবনে স্মৃতি সংরক্ষনে তাঁর নামে একটি স্মৃতি যাদুঘর ও পাঠাগার স্থাপনের লক্ষ্যে যাবতায় করনীয় সর্ম্পকে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৬ মার্চ থেকে দৈনিক গিরিদর্পণ পার্বত্য চট্টগ্রামের প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে এবং আজও নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। মরহুম এ কে এম মকছুদ আহমেদ গত ২০ ফেব্রুয়ারি রাতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে ‘চারণ সাংবাদিক’ নামে সুপরিচিত ছিলেন।
এ কে এম মকছুদ আহমেদ দীর্ঘ ৫৬ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ১৯৭৯ সালে তিনি সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ১৯৮৩ সালে ২৬ মার্চ দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪২ বছর তিনি এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি এবং দীর্ঘ সময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তাঁর অবদান পার্বত্য সাংবাদিকতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ কে এম মকছুদ আহমেদের মৃত্যু পর তাঁর স্ত্রী মনজু রানী গুর্খা সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গিরিদর্পণের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন।
