ধর্ম যার যার দেশ সবার-প্রতিমন্ত্রী বীর বাহাদুর

॥ বান্দরবান ব্যুারো ॥ বান্দরবান পার্বত্য জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের জেলা পর্যায়ে ২০১৬ এর ইমাম সম্মেলনে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন,ধর্ম যার যার কিন্তুুু বাংলাদেশটা আমাদের সকলের সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করে,তাই সব ধর্মের মানুষকে নিয়ে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির ফলে মানুষ ইসলাম ধর্মের সঠিক জ্ঞান আহরন করতে পারচ্ছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে  সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্পনা বৈদ্য।
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। সম্মেলনে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা মোঃ হোসাইন,ওলামালীগের সভাপতি মাওলানা ইউসুফ মুনিরী,লামা উৃপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল,যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক সাইফুদ্দীন মুঃ হাসান আলী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ আবু তালেব,ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা আব্দুল আলিম,বনরুপা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল, থানা জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী নুরুল আমিন প্রমুখ।
এছাড়াও বান্দরবান জেলা সকল উপজেলার একশত অধিক মসজিদের প্রশিক্ষপ্রাপ্ত ইমামগণ ইমাম সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলটি বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রীকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতি ও বিশেষ অতিথির সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ইমাম সম্মেলন তরজুমাসহ কোরআন তেলোওয়াত করেন কাইসতলী মসজিদের ইমাম হাফেজ মোঃ আজিজুর রহমান,নাতে রাসূ(সঃ) পাঠ করেন মাওলানা মোঃ আনাছ,সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষক মোঃ মুজবুল হক ও তার সাথীরা।
বক্তারা সম্মেলনে বঙ্গবন্ধুর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেণ। তৎমধ্যে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের জন্য জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা একটি মাইলফলক,ইসলামিক ফাউন্ডেশন ১৯৭৫সালে ২২মার্চ প্রতিষ্ঠা করে কোমলমতি শিশুদের ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা প্রদানসহ ধর্মীয় নেতাদের কর্মসংস্থার ব্যবস্থা করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,মাওলানা মোঃ আবু তালেব,ফিল্ড সুপারভাইজার বান্দরবান সদর।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031