নূর হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর
করা উচিত ছিল: শাহ মোয়াজ্জেম
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তাকে র্যাবের কাছে নয়, পুলিশের কাছেই হস্তান্তর করা উচিত ছিল।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিরোধী রাজনৈতিক নেতাদের গণগ্রেফতার বন্ধের দাবিতে ‘প্রত্যাগত প্রবাসী সমাবেশ’ নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
শাহ মোয়াজ্জেম বলেন, ‘নূর হোসেনকে পুলিশের কাছেই হস্তান্তর করা উচিত ছিল। র্যাবের একজন বড় অফিসার নারায়াণগঞ্জে সাত খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। আর তাদের কাছেই হস্তান্তর করেছেন! এর মাজেজা আমি জানি না।’
তিন বলেন, ‘এ মামলায় আসাসি একজন মন্ত্রীর জামাই’ উল্লেখ করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘তিনি কারাগারে জামাই আদরেই আছেন।’
শাহ মোয়াজ্জেম বলেন, দেশটাকে তছনছ করতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দিচ্ছে সরকার।
তিনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে দেশে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে। এই নির্বাচন দলীয় ভাবে হতে পারে না।
বিরোধী নেতাদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করে আপনি ঘোষণা দিয়ে দেন এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।