পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের ফলে উন্নয়নের প্রান্তসীমায় সাতকানিয়া লোহাগাড়ার জনপদ

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী সড়কের উন্নয়ন ও মির্জারখীল রহমানিয়া মাদ্রাসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, অবকাঠামোগত উন্নয়নের প্রান্ত সীমায় সাতকানিয়া লোহাগাড়ার জনপদ।

পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের ফলে বিগত ৩ বছরে অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই দুই উপজেলার এমন কোন গ্রাম অবশিষ্ট নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন কারণে পিছিয়ে পড়া এবং অবহেলার শিকার অত্র জনপদের আরও উন্নয়নের জন্য যেসব ছোট, মাঝারি এবং মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে সাতকানিয়া লোহাগাড়ায় বর্তমান সরকারের আমলে উন্নয়নের মাইলফলক রচিত হবে।

তিনি আরও বলেন, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়া পৃথিবীতে কোন জাতি উন্নতি করতে পারেনি। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে ধ্বংস প্রায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গ্রামে-গঞ্জে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে শিক্ষিত ও উন্নত জাতি গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন গঠন এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য বিশাল জায়গা বরাদ্দ দিয়ে ইসলামের প্রচার প্রসারে যুগান্তকারীর পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তিনি  ২১ মার্চ ২০১৭ইং বিকাল ৪ টায় সাতকানিয়া দেওদিঘী-মির্জারখালী-সেনেরহাট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ও মির্জারখীল আনোয়ারা রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় নবনির্মিত ভবনের উদ্বোধন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। মির্জারখীল আনোয়ারা রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নুরুল আবছার চৌধুরী।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোছাইন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাষ্টার ফরিদুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক, বশির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার আবুল কাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার ফারুক আহমদ, মুজিব সেনা ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ.এম. গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জব্বার, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আহমদ হোছাইন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নেজামুদ্দিন,সোনাকানিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহের প্রমুখ। সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031