॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ২৬ মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহিদ মিনারে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতুষ্যে সূর্যোদয়ের সাথে সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি রাঙ্গামাটির কেন্দ্রীয় শহিদ মিনারে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, সদস্য-পরিকল্পনা সুমন বড়ূয়া, সদস্য-অর্থ মোঃ জসীম উদ্দিন, সদস্য-প্রশাসন সুজন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) মনতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পালসহ বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীগণের অংশগ্রহণে বীর শহিদের আত্মার শান্তি কামনায় বোর্ডের জামে মসজিদে মোনাজাত, মৈত্রী বিহারে এবং তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়। বোর্ডের খাগড়াছড়ি ও বান্দরবান ইউনিট অফিস সমূহেও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করা হয়।
