পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবানে ইফতার ও দোয়া মাহফিল

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবানে ইফতার ও দোয়া মাহফিল-২০১৬ অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকাল ৬টায় অরুণ সারকী টাউন হল প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নব-বিক্রম কিশোর ত্রিপুরা এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
ইফতার মাহফিলে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন সকলেই ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে এবং দেশে কোন প্রকার অনাচার থাকবেনা। তিনি সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পিএসসি, বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বান্দরবান বোমাং রাজা বাহাদুর ইঞ্জিনিয়ার উ চ প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম আব্দুল আজিজ, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, জেলা পরিষদ সদস্য ম্রাসা খেয়াং, সুয়ালক ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়াম্যান উখ্যনু মারমা, ২নং কুহালং ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়াম্যান সানু প্রু মারমা, আওয়ামীলীগ নেতা কামাল মেম্বার, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম স¤্রাট, এ্যাডভোকেট আবুল কালাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক মুহতামিম আলহাজ্ব হাফেজ মোঃ হোসাইন, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলা আলাউদ্দীন ইমামী, বান্দরবান বাজার জামে মজিদের খতিব মৌলানা এহসানুল হক আল মুঈন, বান্দরবান সদর থানা জামে মসজিদের খতিব কারী নুরুল আমিন, বান্দরবান বনরুপা জামে মসজিদের খতিব ও বান্দরবান ইসলামিয় সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান সদর উপজেলার সহকারী ফিল্ড সুপার ভাইজার মোঃ জাহাঙ্গীর, সিনিয়র লাইব্রেয়িন ও ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুল আলিম প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বান্দরবানের বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার ছাত্র-শিক্ষ,বিভিন্ন মসজিদের খতিবগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,উপস্থিত সকলের উদ্যোশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি উপস্থিত সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে ইফতার মাহফিলে বান্দরবান জেলার উন্নয়ণ,বাংলাদেশের উন্নয়ন ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে মন্ত্রী পেন্ডেলে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্টান পরিচালনা করেন বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031