পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চেমীডলুপাড়ায় কয়েকটি প্রকল্পের উদ্ভোধন
বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই হাতে পাচ্ছে, আর এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার গতি অনেকটা বেড়ে যাচ্ছে, সরকারের এই অগ্রযাত্রায় আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে। আমাদের সময় শিক্ষার্থীদের কাছে নতুন বছরের বই পৌঁছাতে তিন-চার মাস সময় লেগে যেত। কিন্তু বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার কারণে বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যের রঙিন বই হাতে পায় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের ফেসিলিটিস বিভাগের অর্থায়নে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি পাইহ্লা অং মার্মা সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে ্আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দীপায়ন ঘোষ. উপ-সহকারী প্রকৌশলী আলেক হোসেন, চেমী ডলু পাড়ার হেডম্যান পুলু প্রু সহ আরো অনেকে ।
প্রতিমন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার শিক্ষার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । শিক্ষকদের অভিভাবকের দায়িত্বও পালন করতে হবে । লেখা পড়ার মানন্নোয়নের জন্য শিক্ষকদের আরো সচেতন হতে হবে । কোন শিক্ষার্থী যদি কোন বিষয়ে দুর্বল থাকে তাহলে তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে । পরে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে আটাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার ডলু পাড়া বৌদ্ধ বিহারে সাধুমা বসবাসের জন্য নির্মিত ঘর এবং আট লক্ষ টাকা ব্যয়ে ডলু পাড়ায় একটি যাত্রী ছাউনি উদ্বোধন করেন । এ সময় প্রতিমন্ত্রী যাত্রী ছাউনি উদ্বোধনকালে ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
