॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পার্বত্য চট্টগ্রামের ‘উন্নয়ন সম্ভাবনা’ কাজে লাগাতে ওই এলাকার চলমান ভূমি বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২১ মে) কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিশাল উন্নয়ন সম্ভাবনা রয়েছে। জাতীয় উন্নয়নকে তরান্বিত করতে এই সম্ভাবনার সদ্ব্যবহার করা প্রয়োজন।” প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় আবদুল হামিদ আশা প্রকাশ করেন, কমিশন চলমান ভূমি বিরোধ নিষ্পত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
কমিশনের সার্বিক কার্যক্রম অবহিত করে চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, তারা দীর্ঘসময় ধরে চলা ভূমি বিরোধ নিষ্পত্তিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
বিচারপতি আনোয়ারুল হক এসময় কমিশনের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
