বইয়ের পরিবর্তে ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা: আ জ ম নাছির

বইয়ের পরিবর্তে ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা: আ জ ম নাছির

ভবিষ্যতে ব্যাগ আর বইয়ের পরিবর্তে ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা। বই ভর্তি ভারি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হবে না। বইয়ের পরিবর্তে ট্যাব নিয়েই তারা স্কুলে যাবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী দিনে এসব কথা বলেন তারা।

শুক্রবার দুপুর ২টায় মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে সকাল ১০টায় নগরীর হল ২৪ কনভেনশন সেন্টারে শুরু হয় মেলা। চলবে শনিবার পর্যন্ত।

মেলার উদ্বোধনী দিনে বক্তারা দেশ ডিজিটাল হচ্ছে উদাহরণ তুলে ধরে বলেন, ‘বাচ্চাদের বই ভর্তি ভারি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হয়। এতে বাচ্চাদের কষ্ট হয়। ভবিষ্যতে ব্যাগ আর বইয়ের পরিবর্তে ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা। সেই ট্যাবে থাকবে সব পড়ালেখা।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী । এছাড়া বক্তব্য দেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, টেকশহরডটকমের প্রতিনিধি আল আমিন দেওয়ান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতিহারে এ দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছিল। প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। তার অবদানের কারণে আজ আমরা ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা।’

তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ তৈরি করে দিয়েছে স্মার্টফোন। এর মাধ্যমে হাতের মুঠোয় চলে এসেছে পুরো বিশ্ব। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন তুলে দিতে পারলে এই প্রক্রিয়া আরও বেগবান হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দেশ যেভাবে এগুচ্ছে ভবিষ্যতে বাচ্চাদের আর বই ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হবে না। ব্যাগ আর বইয়ের কাজ করবে ট্যাব। ছোট্ট ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা, যাতে থাকবে সবকিছু।’

টানা পাঁচবার ঢাকা মাতিয়ে এবার প্রথমবারের মতো চট্টগ্রামে এই মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। এতে সহযোগিতা করছে প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকম।

মেলা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই জমে হল ২৪ এর কনভেনশন সেন্টার। আগ্রহী গ্রাহকরা ভিড় করছেন সেখানে। বরাবরের মতো এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাচ্ছে। স্যামসাং, উই, সিম্ফনি, হুয়াওয়ে, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসি, ট্রানসেন্ড, আপনজনডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করেছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031