রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও নব্য জেএমবি নেতা নুরুল ইসলাম মারজান ও তার এক সহযোগী নিহত হয়েছেন। তবে অপরজনের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৩টার পর মোহাম্মদপুর থানা পুলিশ বেড়িবাঁধ এলাকা থেকে দুটি মরদেহ নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে এদের একজনের মাথায় ও বুকে গুলি এবং অন্যজনের বুকে গুলিবিদ্ধ হয়েছে। তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।