বর্তমান সংকটের সময় সবাইকে
প্রধানমন্ত্রীর পাশে দাড়ানো উচিৎ
–বান্দরবানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদের
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,বর্তমান দুঃসময় এবং একটি সংকটের সময়। যে সময় সাম্প্রদায়িক উগ্রাদ,আমাদের অস্তিত্ব,অর্জন,উন্নয়নর জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এ উগ্রবাদ আমাদের আদর্শ এবং চেতনার হুমকি। এ মুহুর্তে আমরা সকলের খন্ডখন্ড দূর্বল প্রতিবাদ না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাত থেকে শক্তিশালী করা দরকার।শুক্রবার দুপুরে বান্দরবান-কেরানীহাট চট্টগ্রাম সড়ক পরিদর্শণকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্সে সামনে প্রেসব্রিফিংএ গনমাধ্যমকর্মীদের এ কথা বলেন। তিনি আরো বলেন,বান্দরবান জেলার অভ্যন্তরীণ ৫টি সড়ক ও ঝূঁকিপুর্ণ সেতুগুলো মেরামত এবং নির্মাণ কাজের জন্যে সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়নকে আরও ১৬কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যেই এ সড়কপথ নির্মাণ কাজ শুরু করা হবে। সেতু মন্ত্রী বান্দরবান জেলা সদরকে বন্যামুক্ত রাখতে বান্দরবান-কেরানিহাট সড়কের ৩টি পয়েন্টের ১৪শ’ মিটার সড়কপথ উঁচুকরণ ও ২২কিমি সড়কপথ ১৮ থেকে ২৪ ফুট পর্যন্ত প্রশস্তকরণ এবং জেলা শহরকে বন্যামুক্তকরণের জন্য ১৮৫ কোটি টাকা ব্যয়বরাদ্দ ধরা হয়েছে। এসব কাজ শুরু করা হবে আগামী শুস্ক মৌসুমেই। এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,জেলা পুলিশ সুপার মিজানুর রহমান’সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যোগাযোগ মন্ত্রী আরো বলেন, পর্যটন এবং স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। পাঁচ হাজার চারশ কোটি টাকা ব্যয়ে রামগড় থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত ৮৩২ কিলোমিটার সীমান্ত নির্মাণেল প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শীগ্রই এ সড়কের নির্মাণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ।