বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষে রেলওয়ে পাবলিক হাই স্কুলের উদ্যোগে আনন্দ র‌্যালী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার মাসে ‘বাংলাদেশ’ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় রেলওয়ে পাবলিক হাই স্কুলের উদ্যোগে এক আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ব্যানার ও ফেস্টুন সহকারে আনন্দ র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি অর্জন করে। এরই সুবাদে ১২-১৬ ই মার্চ ২০১৮ তরিখ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সিডিপি এর ত্রি-বার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ‘বাংলাদেশ’ এর এ উল্লেখযোগ্য প্রাপ্তীর জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বক্তব্যে আরো বলেন, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার প্রেক্ষিত পরিকল্পনা ও রূপকল্প ২০২১ বাস্তবায়নের কাজ শুরু করে। ইতোমধ্যে সরকার সফলভাবে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। জাতির জনকের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভের মধ্য দিয়ে প্রেক্ষিত পরিকল্পনা ও রূপকল্প ২০২১ এর সফল বাস্তবায়ন করতে যাচ্ছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31