॥ বিশেষ প্রতিনিধি,বান্দরবান ॥ জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন,সকল ক্ষেত্রে নারীরা যাতে ক্ষমতাশালী হতে পারে এজন্য সরকার সচেষ্ট আছে। তিনি বলেন, নারীরা যাতে নিজেদের কথাগুলো বলতে পারে এজন্য নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় এনজিও ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহিংতায় ক্ষতিগ্রস্ত ভিকটিমদের দ্রুত প্রয়োজনীয় আইগত সহায়তা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, নারী ও শিশুদের বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, আইনগত সহযোগিতার জন্য সরকারী সহযোগিতার পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো কাজ করছে। জেলা প্রশাসক দিলীপ কুমার বলেন, সহিংসতার শিকার নারীদের প্রতিকার চাইতে হবে। তাদের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠিত করতে হবে।
সিএইচটিডিএফ-ইউএনডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবু জাফর, সিনিয়র সহকারী পুলিশ সুপার শম্পারাণী সাহা। বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস এর নির্বাহী পরিচালক চাইসিং মং স্বাগত বক্তব্য রাখেন।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক,সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, এডাভোকেট মাধবী মারমা,এনজিও প্রতিনিধি দীনেন্দ্র ত্রিপুরা, জেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা কর্মশালায় বক্তৃতা করেন। এতে বান্দরবানের বিভিন্ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন। সিএইচটিডিএফ-ইউএনডিপির অর্থায়নে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত ৫মাস ব্যাপী পরীক্ষামুলক ভাবে এ প্রকল্পটির কার্যক্রম চলছে। বান্দরবানে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস এ প্রকল্পটি বাস্তাবায়ন করছে।
