বান্দরবানে কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে পার্বত্য জেলা পরিষদ কাজ করছে নিরলসভাবে

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ কোভিড-১৯(করোনা ভাইরাস) জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের জন্য ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত ত্রাণ সামগ্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পৌর ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান, প্রথম দফায় অর্থাৎ মার্চ-এপ্রিল ২০২০ সালে বান্দরবান পার্বত্য জেলার ২টি পৌরসভাসহ ৩৩টি ইউনিয়নের ২১,৬৫৭ পরিবারের মাঝে মোট ১৮৩.৪৭ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় জুন ২০২০ সালে বান্দরবান পার্বত্য জেলার দু’টি পৌরসভায় ৫২৫০ পরিবার ও ৩৩ ইউনিয়নে ২৪,৭৫০ পরিবার মোট ৩০,০০০ পরিবারের মাঝে ৩০০.০০ মেট্রিকটন চাউল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবন, সকল ন্যস্তবিভাগ, বান্দরবান পৌসভায় ৮টি গুরত্বপূর্ণ পয়েন্ট ও ৭ টি উপজেলায় ২টি করে পয়েন্টে মোট ২২টি ১০০০ লিটারের গাজী ট্যাংক, বান্দরবান সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহেও সাবান দিয়ে হাত ধৌত করার ব্যবস্থা করা হয়েছে। ৯টি সংগঠন যথাক্রমে বান্দরবান যুব রেড ক্রিসেন্ট, বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস এসোসিয়েশন, বান্দরবান জেলা কমিটি, প্রথম আলো বন্ধু সভা, বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন, বিডি ক্লিন বান্দরবান, বাংলাদেশ তঞ্চঙ্গ্যাঁ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সদস্যদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে সিভিল সার্জন, বান্দরবানের নেতৃত্বে একদল চিকিৎসক দল ২৪ মার্চ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে করণীয় বিষয় ও এন্টিসেপটিক মিশ্রণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে। এতে মোট ৩০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদানের পর পরই স্বেচ্ছাসেবকদের মাঝে প্রোটেকটিভ কোট, গামবোট, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রেমেশিন ও ব্লিচিং পাউডার (৩০০ টি প্রোটেকটিভ কোট, ৩০০ জোড়া গামবোট, ৩০০ টি মাস্ক, ৩০০ জোড়া গ্লাভস, ৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার, ৯০ টি স্প্রেমেশিন ও ১০০ কেজি ব্লিচিং পাউডার) প্রদান করা হয়। ২৫ মার্চ হতে স্বেচ্ছাসেবক দলটি উপ-দলে বিভক্ত হয়ে পৌর এলাকাসহ ৭টি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে এন্টিসেপটিক স্প্রেকরণ, পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, হ্যান্ডমাইক ব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধে করণীয় বিষয়সমূহ প্রচারণা ও গ্রামে গ্রামে উঠান বৈঠক করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়। এ লক্ষে মোট ২০,০০০ কপি লিফলেট ও ২০০০ কপি পোস্টার মুদ্রণ করা হয়। উল্লেখ্য, মারমা, ত্রিপুরা, ম্রো ও বম ভাষায় লিফলেট অনুবাদ করে গ্রামে গ্রামে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ছাত্র সংগঠনের মাধ্যমে প্রচারণার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা ও এ রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্টাফদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। চিকিৎসকদের বান্দরবান পর্যটন মোটেলে আইসোলেশন করে রাখা হচ্ছে। আইসোলেশনে থাকাকালীন সময়ে তাদের খাদ্য সরবরাহের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগকে মোট ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ মাত্র) টাকা প্রদান করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত পুলিশ বিভাগ, বান্দরবানের সদস্যদের ব্যবহারের নিমিত্তে সুরক্ষা সামগ্রী ক্রয় করার জন্য মোট ২,০০০০০/-(দুই লক্ষ) টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম তথা সাবান দিয়ে হাত ধৌত করার ব্যবস্থা, ব্লিচিং পাউডার, মাস্ক, গ্লাভসসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য বান্দরবান পৌরসভাকে মোট ১,০০০০০/-(এক লক্ষ) টাকা অনুদান প্রদান করা হয়েছে। বান্দরান জেলার ৭শত ২২ টি মসজিদের ঈমাম-মোয়াজ্জিনদের মোট ৭,২২,০০০/-(সাত লক্ষ বাইশ হাজার মাত্র) টাকা অনুদান প্রদান করা হয়েছে। বান্দরবান জেলার ২৮১ টি বৌদ্ধ বিহারসমূহে খাদ্য-দ্রব্য ক্রয় করার লক্ষে মোট ৬,৫৪,২১৪/-(ছয় লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চৌদ্দ মাত্র) টাকা অনুদান হিসেবে প্রদান হয়েছে। কোভিড-১৯ এর আক্রমণ রোধকল্পে রোয়াংছড়ি উপজেলাধীন ০৪ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের জন্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের নিমিত্তে মোট ৮০,০০০/-(আশি হাজার মাত্র) টাকা অনুদান হিসেবে প্রদান হয়েছে।
কোভিড-১৯(করোনা ভাইরাস) বিস্তার রোধকল্পে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপির নির্দেশনা ও সিভিল সার্জন বান্দরবান এর চাহিদা মোতাবেক বান্দরবান সদর হাসপাতালসহ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা স্যাম্পল সংগ্রহের জন্য নতুন করে ৮টি বুথ স্থাপন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর(১০ টি), অক্সিজেন সিলিন্ডার(৪০ টি), ইনজেকশন অ্যালেক্সা ৬০ মিলিগ্রাম(৫০০ টি), পালস অক্সিমিটার(৫০ টি), সার্জিক্যাল গ্লাভস(৫০০০ জোড়া), সার্জিক্যাল মাস্ক(৫০০০ টি), হ্যান্ড সেনিটাইজার (৫০০০ টি), নাসেল কনোলা ও অক্সিজেন মাস্ক (১০০টি) প্রদান করা হচ্ছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান ,পরিস্থিতির বিবেচনায় বান্দরবান স্বাস্থ্য বিভাগের চাহিদা মোতাবেক প্রয়োজন অনুযায়ী সুরক্ষা সামগ্রী আরো সরবরাহ করা হবে বলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং করোনা সংক্রান্ত বিভিন্ন কাজ ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আরো অনুদান প্রদান অব্যাহত থাকবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031