বান্দরবানে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান সদর উপজেলার ২য়তম সম্মেলন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান বাজারস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু মার্মা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ন ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা আওয়ামীলীগের সদস্য কেলু মং, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো: ওমর ফারুক, পৌর শ্রমিকলীগের আহবায়ক মিলন পাল, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মো: ওসমান গণি রানা, টংকাবতি ইউপি চেয়ারম্যান প্লু কান ¤্রাে, কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাকর্মীরা। এসময় সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ১৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান সদর উপজেলার ২য়তম সম্মেলন অনুষ্টিত হবে। এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সানুপ্রু মার্মা, এসময় সভাপতি মন্ডলীর সদস্যবৃন্ধ ও জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ উপস্থিত থাকবেন। এসময় আরো জানানো হয়, সদর উপজেলার ২য়তম সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন ফরম ক্রয় করেছেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, আগামী ১৭ নভেম্বর সকাল দশটায় বান্দরবান সদরের রেইচা বাজারের মাঠ প্রাঙ্গনে সকলকে সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করতে আহবান করেন।
