বান্দরবানে স্কাউটের ফ্রেন্ডশীপ ক্যাম্প ও চতুর্থ জেলা সম্মেলনের উদ্বোধন
॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে স্কাউটের মেসেনজার অব প্রিন্স ফ্রেন্ডশীপ ক্যাম্প ও চতুর্থ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু জাফরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অন্যান্যাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম মাসুদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক মো.মজিবর রহমান মান্নান, এমওপি কো-অডিনেটর মোহাম্মদ আতিকুজ্জামান, জেলা স্কাউট লিডার মোঃ রহিম উল্লাহ ভুইয়াসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্টানে জেলা ও উপজেলার পচিঁশ টি মাধ্যমিক ও চল্লিশটি প্রাইমারি বিদ্যালয়ের প্রায় ৫শত ছাত্র ছাত্রী ও ১০০ জন শিক্ষক এতে অংশ গ্রহন করেন। এসময় উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, স্কাউটের মধ্যে দিয়ে সকলকে জীবন তৈরি করার জন্য অনুপ্রেরনা দেয়। তিনি বলেন, স্কাউটের মধ্য দিয়ে জীবন গড়ে প্রত্যেক ছাত্র-ছাত্রী নিজেকে সৎ আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবে।
চারদিনের এই ফ্রেন্ডশীপ ক্যাম্প আগামী আট মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে।