বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে রেইছা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক রতন  কান্তি নাথ এর  সঞ্চালনায়  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান ক্য শৈ হ্লা র সভাপতিত্বে পুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বই উৎসব অনুষ্টানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আবছার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বডুয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ সহ বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার বক্তব্যে বলেন, “শিক্ষকদের পাঠদানে সেবামূলক মনমানসিকতা বাড়াতে পারলে পাশের হার বৃদ্ধি পাবে এবং পাশাপাশি গাইড, নোটবই, কোচিং, প্রাইভেট বন্ধ করে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা উন্নয়নের জন্য শিক্ষককের ভূমিকা অতীব প্রয়োজন । একজন শিক্ষক ক্লাসে যদি ক্লাসে ভালোভাবে শিক্ষার্থীদের পাঠদান করেন তাহলে  শিক্ষার্থীকে কখনো প্রাইভেট বা কোচিং পড়তে হবে না। তিনি এসময় আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন নিরক্ষমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে বছরের প্রথম দিন জাতীয় শিক্ষাক্রমের আওতায় দেশে বিদ্যমান সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের  প্রথম শ্রেণি থেকে নবম  শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক স্থাপন করতে হবে শিক্ষকদের। শিক্ষকদের পাশা পাশি অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বান্দরবান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে  জানা যায়, এ বছর বান্দরবান পার্বত্য জেলার ৭ উপজেলার মোট ৩৪৯ টি  প্রাথমিক বিদ্যালয়ে ৮৬ হাজার ৪শত ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষ ৫৭ হাজার ৮ শত ৮০ টি ও অন্যদিকে বান্দরবান জেলার ৭ উপজেলার  ৫টি জুনিয়র বিদ্যালয় ও ১৭ টি উচ্চ বিদ্যালয় সহ মোট ২২ টি ম্যাধমিক বিদ্যালয়ে ৪ লক্ষ ৬৭ হাজার ৯ শত ১৯ টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান ক্ষুদ্র নৃ গোষ্টির ভাষায় প্রণীত প্রাক-প্রাথমিক বই এখনো বান্দরবান আসেনি, বান্দরবান আসা মাত্রই বইগুলো বিভিন্ন বিদ্যালয়ে বিনামুল্যে বিতরণ করা হবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031