বিএসএফ সদস্যরা কেন এত আত্মহত্যা করছেন?

ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপক। কেন তারা এমন হারে আত্মহত্যা করেন? প্রশ্নটি করেছে ভারতের অনলাইন পোর্টাল সংবাদ প্রতিদিন। এখানে প্রতিবেদনটি প্রকাশ করা হলো।
ভারতের সুরক্ষায় জীবনপাত করেন তারা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তারা৷ ভারবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷
সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য৷ এই সমীক্ষার মতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা৷ দেনার দায়, সম্পত্তি নিয়ে বিবাদ ও পারিবারিক সমস্যাই জওয়ানদের এই পথ বেছে নিতে বাধ্য করছে উল্লেখ করা হয়েছে সমীক্ষাটিতে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৬০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন৷ এদের মধ্যে ৩০ জন দাম্পত্য কলহে ও ১২ জন দেনার দায়ে জর্জরিত ছিলেন৷
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ-এর অন্তর্ভুক্ত রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলস ও এনএসজি৷ সব মিলিয়ে দেশে ৯,৪৪,০০০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন৷
পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিএসএফ-এ৷ পারিবারিক সমস্যাই মূলত জওয়ানদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে, এমনই বক্তব্য অবসরপ্রাপ্ত বিএসএফ ডিরেক্টর জেনারেল ডিকে পাঠকের৷ তিনি আরো জানান, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএসএফ৷ এবং এ সমস্যার সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে৷

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031