॥ নিজস্ব প্রতিবেদক ॥ শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খাদের টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দশমীর অঞ্জলী প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে। জাতীয় সংসদের রাঙ্গামাটি আসনে সংসদ সদস্য ঊষাতন তালুকদার মোমবাতি প্রজননের মাধ্যমে রাঙ্গামাটি জেল রোডের সুর নিকেতন ভবনে এই উৎসবের উদ্বোধন করেন।
সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, লেখক ও গবেষক শিশির চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, গিরিসুর শিল্প গোষ্টির সাধারণ সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা।
পরে গুর্খা সম্প্রদায়ের মানুষদের কপালে টিকা লাগানোর মাধ্যমে এই উৎসবের সুচনা করেন।
এসময় সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসেব এই টিকা লাগাউনে উৎসব পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের সাথে শারদীয় শুভ বিজয়া দশীর শুভেচ্ছা বিনিময় করেন।
পরে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে কপালে টিকা দিয়ে এবং অতিথি আপায়ন করিয়ে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) উৎসব পালিত হয়।
