বৌদ্ধ ধর্ম্বালম্বী সম্প্রদায়ের সর্বচেয়ে পূর্ণ ও মাসব্যাপি পালনীয় অনুষ্ঠান দানোৎত্তম কঠিন চীবরদান উৎসব প্রতিটি বিহারের পযার্য়ক্রমে উদযাপন করা হয় তারই ধারাবাহিগতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিনন্দচুগ বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোৎত্তম কঠিন চীবরদান উৎসব উৎযাপন করা হয়েছে।
সোমবার বিনন্দচুগ বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোৎত্তম কঠিন চীবরদান প্রধান অতিথির খাগড়ছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্যে বলেন, পবিত্র সাদা মনে দান করলে পূর্ণ হয়, আর সকল ধর্মের বাণী মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য তাই সকল ধর্মকে সম্মান করতে হবে। তাহলে সকল ধর্মের মানুষের মাঝে বন্ধন সৃষ্টি হয়। আর বন্ধন সৃষ্টি হলেই দেশে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা পরিষদ মহিলা সদস্য মিস শতরূপা চাকমা প্রমূখ।
