বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ নবনির্বাচিত গভর্নিংবডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাউজানের ঐতিহ্যবাহী বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সাথে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকার মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মন্ত্রীর একান্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী বলেন, শিক্ষার জন্য কাজ করার চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। ধীরে ধীরে এদেশে শিক্ষার হার বেড়েই চলেছে।

তবে শিক্ষার মান বজায় রাখার জন্য শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। বছরের প্রথম দিন বিনামূল্যে বই সরবরাহ করেছে। তিনি গতকাল বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজ গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এ,কে জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা এ্যাডভোকেট দীপক দত্ত, সুলতানপুর নন্দীপাড়া এস.এম. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক কাউন্সিলর শামীমুল ইসলাম চৌধুরী (সামু), ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়–য়া, কলেজ গভর্নিংবডির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট অরুণ সরকার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ অমর কান্তি দত্ত।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য জামাল উদ্দিন, কর্ণফুলী কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা বানু, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র লাল চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী, এ,কে,এম মনজুর মোরশেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস নিয়াজ মোরশেদ নিরু,  আলাউদ্দিন চৌধুরী, রিফাত মাহমুদ, প্রমুখ। প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ মোহসিন চৌধুরী আরো বলেন, যে সব মহৎ ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান করে গিয়েছেন তারা সমাজে স্মরণীয় বরণীয় হয়ে থাকেন। তাই আলোকিত সমাজ গড়ার জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আলোকিত রাউজান গড়ার লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য জননেতা এ,বিএম ফজলে করিম চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি এ,কে, জাফর খান বলেন- রাউজানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি এ,বিএম ফজলে করিম চৌধুরী’র নিরলস প্রচেষ্টা রাউজানবাসী আজীবন স্মরণ রাখবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মান ও অবকাঠামো উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব। শিক্ষার মানের ব্যাপারে কোন আপোষ করা হবে না। আজ থেকে এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম কানুনের মধ্যে চলতে হবে। মতবিনিময় সবার পূর্বে নব নির্বাচিত গভর্নিংবডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সবার সর্ব সম্মতিক্রমে এ,কে,এম মনজুর মোরশেদ কে শিক্ষানুরাগী হিসেবে মনোনিত করা হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031