বিমানে গোলযোগের পর নিরাপদে বুদাপেস্টে প্রধানমন্ত্রী

বিমানে গোলযোগের পর নিরাপদে বুদাপেস্টে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টে পৌঁছায় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব‌্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, বুদাপেস্টের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) তারা বিমান থেকে নামেন।

পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এদিন সকালে বাংলাদেশ বিমানের বিবিসি ১০১১ (বিজি১০১১) ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী।

বিমান বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব‌্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।

যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে ‘টেস্ট রান’ দেখে বাংলাদেশ সময় সন্ধ‌্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরি রওনা হয়।

এ সময় আশখাবাতে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।

বিমানের মহাব‌্যবস্থাপক শাকিল মেরাজ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কথা জানালেও সে সম্পর্কে বিস্তারিত বলেননি।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানের দুই ইঞ্জিনের একটিতে ‘ফুয়েল প্রেশার’ কমে যাচ্ছিল। তাই তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছের বিমানবন্দর হিসেবে আশখাবাতে অবতরণ করে।

সকালে হাঙ্গেরির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমান জরুরি অবতরণের পর প্রধানমন্ত্রী চার ঘণ্টা আশখাবাত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন।

“খবর পেয়ে তুর্কমেনিস্তানের উপ প্রধানমন্ত্রী বাইমিরাত হোজামুহাম্মেদভ বিমানবন্দরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।”

এদিকে প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি পৌঁছে দিতে বিকল্প ব‌্যবস্থা হিসেবে ঢাকা থেকে লন্ডনমুখী বিমানের বিজি০০১ ফ্লাইটকে ঘুরিয়ে তুর্কমেনিস্থানে নিয়ে যাওয়া হয়। তবে শেখ হাসিনা আগের বিমানেই বুদাপেস্টের দিকে রওনা হওয়ায় হিথ্রোগামী ‘আকাশপ্রদীপ’ আবার নির্ধারিত গন্তব‌্যে উড়াল দেয়।

হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম সফর। তার এই সফরে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে।

তিন দিনের এই সফর শেষে বুধবার সকালে দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31