যশোরের বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেলের ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম ১৯ জানুয়ারি রাতে হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল রাতের খাবারের জন্য ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার গ্লাস ভাঙা হয় এবং ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়।
বেনাপোল বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহত সাইফুল ইসলামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হবে।