॥ নিজস্ব প্রতিবেদক ॥ বেসরকারী জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির এক যুগে পদার্পন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বনার্ঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুল আলি একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
পরে শিশু একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। বৈশাখী টিভি’র রাঙ্গামটি জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
শেষে কেক কেটে বৈশাখী টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বৈশাখী টিভি’র বিনোদনধর্মী অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি প্রচারিত সংবাদের সময় আরো বৃদ্ধি করে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি কালচার উন্নয়ন সমৃদ্ধি আরো বেশী করে প্রচার করার আহবান জানান।
