ভারতের সঙ্গে ২২টি চুক্তি-সমঝোতা স্মারক

 

শেখ হাসিনার সফরে শনিবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর হায়দ্রাবাদ হাউজে এই চুক্তি সমঝোতা স্মারকগুলো সই হয়

সফরের আগেই এই চুক্তি সমঝোতা স্মারকগুলো প্রকাশের দাবি জানিয়ে আসছিল বিএনপি। সইয়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রকাশ করে।

# ‘বাংলাদেশ ভারত সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রূপরেখাসংক্রান্ত সমঝোতা স্মারক

# ‘কৌশলগত ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ভারতের তামিলনাডু রাজ্যের ওয়েলিংটনে (নিলগিরি) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক

# ‘জাতীয় নিরাপত্তা, উন্নয়ন কৌশলগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ নয়া দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক

[প্রতিরক্ষা খাতের এই তিন সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ভারতের প্রতিরক্ষা সচিব সই করেন]

# ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়েবাংলাদেশ ভারতের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) চেয়ারম্যান।

# ‘আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতারবিষয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তিতে সই করেন বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি সচিব এবং ভারতের আনবিক শক্তি বিভাগের সচিব।

# পরমাণু নিরাপত্তা বিকিরণ নিয়ন্ত্রণে কারিগরি তথ্য বিনিময় সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ) ভারতের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) মধ্যে বন্দোবস্তনামায় দুই সংস্থার চেয়ারম্যান সই করেন।

# বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন (বিএইআরসি) ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে চুক্তিতে দুই সংস্থার চেয়ারম্যান সই করেন

# তথ্যপ্রযুক্তি ইলেকট্রনিকসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ভারতের ইলেক্ট্রনিকস তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক

# সাইবার নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি জিওভি সিআইআরটি) ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটিইন) মধ্যে চুক্তি

[বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ভারতের ইলেক্ট্রনিকস তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এদুটিতে সই করেন]

# বাংলাদেশ ভারতের সীমান্তজুড়ে বর্ডার হাট স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের বাণিজ্য সচিব

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি সমঝোতাপত্র বিনিময় হয়ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

# বিচারিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের আইনমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সই করেন।

# ভারতে বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ভারতের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (এনজেএ) পরিচালক সই করেন

# নৌবিদ্যায় সহায়তার বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের নৌপরিবহন বিভাগের সচিব ভারতের লাইটহাউজ অ্যান্ড লাইটশিপসের মহাপরিচালক (ডিজিএলএল) সই করেন

# ভূবিদ্যা নিয়ে গবেষণা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকে জিওলজিক্যার সার্ভে অব বাংলাশের (জিএসবি) মহাপরিচালক জিওলজিক্যার সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) উপমহাপরিচালক সই করেন

#  কোস্টাল প্রটোকল রুটে যাত্রী পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিনিময় করা হয়

# ভারতবাংলাদেশ প্রটোকল রুটে সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা স্মারক।

[এই সমঝোতা স্মারক দুটিতে সই করেন দুই দেশের নৌসচিব]

# গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের তথ্য সচিব স্বাক্ষর করেন

# অডিওভিজ্যুয়াল সহপ্রযোজনা চুক্তিতেও তারা দুজন সই করেছেন

# বাংলাদেশ ভারতের মধ্যে ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।

# মোটরযান যাত্রী চলাচল (খুলনাকলকাতা রুট) নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তি চুক্তির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসে দুই দেশে সড়ক বিভাগের সচিব স্বাক্ষর করেন

# তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারকতে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।

# বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়নের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার সই করেন।

বিচার বিভাগের সহযোগিতা, সাড়ে চারশ কোটি ডলার ঋণ সহায়তা, মহাকাশ গবেষণা এবং যাত্রীবাহী নৌ চলাচলে স্বাক্ষরিত সমঝোতাপত্রগুলো অনুষ্ঠানে বিনিময় হয়

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031