মাটিরাঙ্গায় সেনাবাহিনীর থ্রী-টন ও যাত্রিবাহী বাসের
মুখোমুখি সংঘর্ষ,৩ সেনা সদস্য সহ আহত-১৫
॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ধুমড়ে-মুছড়ে গেছে সেনাবাহিনীর একটি থ্রী-টন ট্রাক ও যাত্রীবাহি বাস। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতদের মধ্যে বাসের চালক মো: ইয়াকুব আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গুইমারা রিজিয়নের আওতাধীন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর একটি থ্রী-টন খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ি জোন সদরে ফেরার পথে বাইল্যাছড়ি এলাকায় আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসের (কুমিল্লা-জ-০৪-০১৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়। আহতরা হলো, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর থ্রী-টন গাড়ির চালক সার্জেন্ট আকমল হোসেন (৪১), ল্যান্স কর্পোরাল রায়হান হোসেন (২৪) ও ল্যান্স কর্পোরাল মো: সিরাজুল ইসলাম, বাসের চালক মো: মো: ইয়াকুব আলী ও মোরশেদা বেগম (৪০)। আহত অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে তিন সেনা সদস্যকে গুইমারা সম্মিলিত সামরিক হাসপাতালে ও অন্যদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও গুরতর আহত বাসের চালক মো: মো: ইয়াকুব আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোরশেদা বেগম (৪০) নামে এক মহিলা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
