মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে ঈদ উদযাপন করলেন সাবেক মেয়র মনজুর আলম

উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক এম মনজুর আলম পবিত্র ঈদ উদযাপন করলেন নগরির রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসের ইয়াতীম ও মানসিক প্রতীবন্ধী শিশুদের সাথে।
ব্যতিক্রমধর্মী এই ঈদ উদযাপন অনুষ্ঠানে মনজুর আলম বলেন, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় শিশুদের ঈদের দিনটা যাতে আনন্দের হয় তাই এই ব্যতিক্রম আয়োজন। অনুষ্ঠানে শিশুদের নানাভাবে আপ্যায়ন ও ঈদের সালামী প্রদান করা হয়। তিনি আরো বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায়-দুস্থদের ঈদটাও যাতে আন্দের হয় সেই জন্য পবিত্র রমজান ও ঈদে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।
উল্লেখ্য, পুরা রমজানে এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দুস্থ অসহাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। মনজুর আলম আরো বলেন, এই ধরনের সমাজ সেবা সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে মনজুর আলমের পরিবারের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031