॥ নিজস্ব প্রতিবেদক ॥ চট্টগ্রামের মিরসরাইয়ে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পার্বত্য অঞ্চলের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক, বাংলাদেশ বেতারের রাঙ্গামাটির প্রথম সাংবাদিক আমার মরহুম একেএম মকছুদ আহমেদ। তার মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বাদে আছর মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আবদুল হক সিরাজী।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।
জানাজার আগে বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বাহার চৌধুরি মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইব্রাহিম। মরহুম মকছুদ আহমেদের আত্মীয় স্বজনরা অনুভূতি ব্যক্ত করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিরসরাই প্রেস ক্লাব, রাঙ্গামাটি প্রেস ক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তার নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ৩৭মিনিটে শেষ নিঃশ্বাস ত ্যাগ ক রেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তি নি দীর্ঘ ৫৫ বছরকাল স্বচ্ছ সাংবাদিকতা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তিনি রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তি নি দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন।
তিনি মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের জামাল উল্ল্যাহ মেস্ত্রী বাড়ীর মরহুম রেহান উদ্দিন খন্দকার এর দ্বিতীয় সন্তান। কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলা সদরে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাঙ্গামাটি জেলার শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সংবাদকর্মী, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তাকে মিরসরাই নিয়ে যাওয়া হয়। মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
