রাঙামাটিতে চাঁদার দাবিতে ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় নীরব পার্বত্য বাঙ্গালী সংগঠনগুলো

রাঙামাটির নানিয়ারচরে চাঁদার দাবিতে মাল বোঝাই ট্রাক আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় নীরব ভূমিকা পালন করছে পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালী সংগঠনগুলো। এ ঘটনার জন্য ট্রাক চালক ও মালিকরা উপজাতীয় সন্ত্রাসীদের দায়ি করলেও এ ব্যাপারে এখনো কোন প্রতিবাদ বা কর্মসূচি ঘোষণা করেনি পার্বত্য চট্টগ্রামের কোন বাঙ্গালী সংগঠন। এমন কি এখনো পর্যন্ত কোন সংগঠনের পক্ষ থেকে কোন বিবৃতি পর্যন্ত দেয়া হয়নি। এ নিয়ে সাধারণ জনমনে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে।

বিভিন্ন সময়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাঙ্গালী সংগঠনগুলোর কর্মসূচি দেখা গেলেও এবার দিনে দুপুরে ট্রাক জ্বালিয়ে দেয়ার ঘটনায় এসব সংগঠনের রহস্যজনক নিরবতা দেখা যাচ্ছে। অথচ বিভিন্ন সময়ে সামান্য ইস্যুতেও বাঙ্গালী সংগঠনগুলো কঠিন কর্মসূচি পালন করেছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচি দেয়া হয়নি বলেও তিনি জানান।

পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কামাল জানান, সাংগঠনিক নানা দূর্বলতার কারণে এ মুহুর্তে কোন কর্মসূচি ঘোষণা করা সম্ভব হয়নি তবে কয়েকদিনের মধ্যে পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজদের ব্যাপারে আন্দোলন কর্মসূচি দেয়ার চিন্তা ভাবনা চলছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031